চট্টগ্রামের ফটিকছড়িতে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত নির্বিচারে গণহত্যা,উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ন জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতা। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ফটিকছড়ির নানুপুর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা শওকত বিন হানিফের সঞ্চালনায় শাইখুল হাদিস মুফতী কুতুব উদ্দিন নানুপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লাহমা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। এতে বক্তব্য রাখেন, আল্লামা মইনুদ্দিন, আল্লামা আনোয়ার হোসেন আজহারী, আল্লামা লোকমান কাসেমী,মুফতী শওকত বিন হানিফ, মুফতি মুস্তাফিজুর রহমান ও মাওলানা আবু জাফর.
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী বলেন,” মুসমানদের পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত নির্বিচারে গনহত্যা,উপর্যুপরি বিমান হামলা চালাচ্ছে। তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে ইজরায়েলিদের মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ”
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন,” সব ধরনের ইসরাইলি পণ্য দোকানে রাখা থেকে বিরত রাখতে হবে। নতুবা যে সকল দোকানে ইসরাইলি পন্য থাকবে জনগণ তাদের বয়কট করবে।”
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, “শান্তি মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ফিলিস্তিনে পাঠিয়ে গাজাবাসীদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।”
এতে উপস্থিত ছিলেন,হাফেজ মাও. শিহাব উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দীন,মাওলানা শরীফ উদ্দীন সহ নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।