২৩ অক্টোবর ২০২৫

শারজাহ থেকে স্বর্ণ এনে ধরা পড়লো সাতকানিয়ার যুবক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় লুকানো ৯১০ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ মোকসুদ আহমেদ (সাতকানিয়া, দোভাষী পাড়া) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ থেকে নামার পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা।

তল্লাশিতে তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল অ্যাডাপ্টার এবং এয়ারপডের ভেতরে লুকানো অবস্থায় বিভিন্ন আকৃতির স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে ছিল: ১৬ পিস ডলফিন আকৃতির লকেট (২১৫ গ্রাম), ৭৮ পিস তারা আকৃতির লকেট (১২৮ গ্রাম), ৩০টি স্বর্ণবার (৪৬০ গ্রাম),৪টি চুড়ি (৮০ গ্রাম) ,২টি আংটি (২০ গ্রাম),১টি চেইন (৭ গ্রাম)।সব মিলিয়ে মোট ৯১০ গ্রাম স্বর্ণ, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা (বাজুস তথ্য অনুযায়ী)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক মোকসুদ আহমেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন