২৩ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিন ও গাঁজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম ওলামা ছাত্র-জনতা ও সর্বস্তরের সাধারণ জনগণ।

সোমবার (০৭) এপ্রিল বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় থেকে চাতরী চৌমুহনী বাজারসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নে সর্বস্তরের জনগণ ছাত্র জনতাসহ একাধিক সংগঠনের ব্যানারে অসংখ্য বিক্ষোভকারীর উপস্থিতির সমাগম ঘটে।

এতে টানেল মোড় হয়ে চাতরী চৌমুহনী প্রদর্শন করে কালাবিবির দীঘির মোড়ে বিক্ষোভ মিছিল শেষ করে।পরে গণ-সমাবেশের আয়োজন করা হয়।এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে প্রত্যেক মানুষ সমাগম হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এসময় সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন,ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা প্রস্তুত রয়েছে।আমরা ফিলিস্তিন যেতে চাই,আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন।অতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের আলেম ওলামা এবং ছাত্র-জনতা অনেক ভূমিকা রেখেছে।

পাশাপাশি বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান এবং ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহের অনুরোধ জানান তারা।

এতে ছাত্র জনতার পাশাপাশি উপস্থিত ছিলেন,হেফাজতে ইসলাম,ইসলামী আন্দোলন,তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাত,ছাত্র আন্দোলন,ছাত্র শিবির ও আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনাসহ উপজেলার সকল স্কুল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন