অবশেষে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপনের অনুমতি পেয়েছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজকদের সঙ্গে বৈঠকের পর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।
তবে আয়োজকদের বেশ কিছু শর্ত মানতে হবে—প্রত্যেকটি সাংস্কৃতিক দলের গানের তালিকা আগেই প্রশাসনের কাছে জমা দিতে হবে এবং বিতর্কিত গান বা কবিতা পরিহার করতে হবে।
অনুষ্ঠানের তদারকির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে ছাত্র প্রতিনিধি, জাসাস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপনেও আয়োজকদের অনুরোধ করা হয়েছে।
৪৭তম বর্ষে পদার্পণ করতে যাওয়া এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবার ৬০টির মতো সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
এআরই/বাংলাধারা












