২৩ অক্টোবর ২০২৫

বহদ্দারহাটে জুয়ার আসরে অভিযান, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. নিজাম উদ্দিন ওরফে জুয়েল এবং মো. রহিম।

অভিযানে তাদের কাছ থেকে জুয়ার ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ৪০০ টাকা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, বাসটার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়।

এআরই/বাংলাধারা

4o

আরও পড়ুন