২৩ অক্টোবর ২০২৫

সমালোচনার মুখে সাকিব: “ভুল ছিল, বুঝতে পারছি এখন”

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত তারকা সাকিব আল হাসান আবারও বিতর্কের কেন্দ্রে। ২০২৪ সালের মাঝামাঝি যখন দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল সময় চলছিল, তখন তিনি পরিবার নিয়ে ঘুরছিলেন কানাডার একটি সাফারি পার্কে। স্ত্রী শিশিরের শেয়ার করা একটি ছবি ঘিরে তৈরি হয় ব্যাপক সমালোচনা।

সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব এ নিয়ে সরাসরি কথা বলেন। তিনি জানান, ভ্রমণটি আগে থেকেই পারিবারিকভাবে পরিকল্পনা করা ছিল, তবে একজন পাবলিক ফিগার হিসেবে আরও সচেতন থাকা উচিত ছিল-এখন সেটা বুঝতে পারছেন।

“ছবিটি আমি দেইনি, কিন্তু দায় এড়াতে পারি না। মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, এটা স্বীকার করছি,” বলেন সাকিব।

তিনি বলেন, রাজনীতি থেকে সব সময় দূরে থাকতে বলা হয়েছে তাকে, তাই ওই সময় নিজেকে কেবল ক্রিকেটেই নিয়োজিত রেখেছিলেন। তবে ছবি নিয়ে যে এত নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে, তা কল্পনাও করেননি।

এছাড়া, কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে এক দর্শকের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও আলোচনায় আসে। এ প্রসঙ্গে সাকিব বলেন, দর্শক বারবার তাকে নিষ্ক্রিয় বলে সমালোচনা করছিলেন। তিনি জবাবে প্রশ্ন করেন, “আপনি নিজে কী করেছেন?” যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়।

রাজনীতি নিয়ে সরব অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরেই রয়েছেন সাকিব। খেলেননি পাকিস্তান সফর, টেস্ট সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতেও। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কবে ফিরবেন মাঠে এই প্রশ্নেই এখন উত্তরের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন