এই আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড। বহু প্রতীক্ষিত এই এক্সক্লুসিভ শো-এর টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল।
সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স-এর সিইও মনজুমা মুর্শেদ, র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী।
সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম (কিবোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার), দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, ফিট এলিগ্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও রফিকুল ইসলাম এনবং জেসিয়াই এর রিজিওনাল ভাইস প্রেসিওডেন্ট ও তরুন ব্যান্ড মিউজিশিয়ান সান শাহেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।