আকস্মিক বজ্রপাতে ৬ টি গরু ও ১ টি ছাগলের মৃত্যু হওয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ওয়াকছড়ি এলাকার দরিদ্র কৃষক আবদুল মমিন নিশাকে সরকারি আর্থিক সহায়তা দিয়েছে মানিকছড়ি উপজেলা প্রশাসন। আজ (১৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের হাতে সরকারি সহায়তার নগদ অর্থ তুলে দেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। এ সময় মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান ও ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি এলাকায় দরিদ্র কৃষক আবদুল মমিন নিশা’র গোয়ালে আকস্মিক বজ্রপাতে ৬ টি বড় গরু ও ১ টি ছাগলের মৃত্যু হয়। বিগত ৮ বছর যাবত ওই গবাদি পশুগুলো তার বাড়িতে লালনপালন করে আসছিলেন কৃষক আবদুল মমিন নিশা। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হওয়ায় নিঃস্ব হয়ে যান দরিদ্র ওই কৃষক। বর্তমানে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান এলাকাবাসী।