২৩ অক্টোবর ২০২৫

১৪ঘন্টা পর লাশ হয়ে ফিরলেন শিশু সেহেরিশ

চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু চেহরিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশে থাকা হিজলা খালের একটি নালায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

মৃত ছয় মাস বয়সী শিশু সেহরিশ নগরের আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।

অটোরিকশায় থাকা শিশু সেহরিশ , তার মা সালমা এবং দাদি আয়েশা ওই দুর্ঘটনায় পানিতে পড়ে যান। তবে স্থানীয়দের সহায়তায় মা ও দাদিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে যায় শিশু চেহরিস। এরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

শিশুটির মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে সেহরিশ নিয়ে তার মা ও দাদি তার বাসায় যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এসে রাস্তায় পানি জমে থাকায় অটোরিকশা নেন তারা। কিন্তু খালের পাশে থাকা বাঁশের ব্যারিকেড সরিয়ে ফেলায় রিকশাটি সরাসরি নালায় পড়ে যায়।

দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন