চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচের বৈশাখে ঈদ পুনর্মিলনী ১৮ এপ্রিল হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসানুল কবির এবং সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার সিদ্দিকী। সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম জাহিন ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ব্যাচের একঝাঁক তারকা শিল্পী, যাদের মধ্যে ছিলেন ইকবাল পিন্টু, কংকন দাশ, উজ্জ্বল করণ, আতাউর রহমান, ফারজানা মিলি, ফারহানা পিয়া, অদিতি, রওশনগির, রায়হান শহিদ ও নাসির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির উদ্দিন।
আগামী ২৫–২৭ ডিসেম্বর কক্সবাজারে ৮ম মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এনামুল হককে আহ্বায়ক, কুতুবুল আলমকে মেম্বার সেক্রেটারি এবং জান মোহাম্মদ সাইফুল্লাহকে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়েছে ।
এআরই/বাংলাধারা