২৩ অক্টোবর ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে ১৯১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই চরম ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে একদিনেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

দিনের শুরুটা সতর্কভাবে করেছিলেন ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে ভিক্টর নিয়াউচির বলে গালি অঞ্চলে ক্যাচ দিয়ে ১২ রানে বিদায় নেন সাদমান। পরের ওভারে একই বোলারের শিকার হয়ে ১৪ রান করে ফিরে যান জয়ও। এতে ৩২ রানে দুজন ওপেনার হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত মিলে দলের হাল ধরেন। দুজনে ৫২ রানের জুটি গড়ে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত খেলা চালিয়ে যান। তবে দ্বিতীয় সেশনে ফিরে ৬৬ রানের জুটির পর শান্ত আউট হন ৪০ রান করে, মুজারাবানির শর্ট বলে কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে।

দলীয় শতক পার হওয়ার পর দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৮ বলে মাত্র ৪ রান করে ফিরেন মাসাকাদজার বলে। তবে মুমিনুল হক লড়াই চালিয়ে যান এবং তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ৫৬ রান করে মাধেভেরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এরপর ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও জাকের আলী পরপর ফিরে গেলে ইনিংস আর বেশি দূর গড়ায়নি। জাকের আলী ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলের রান থামে মাত্র ১৯১-এ।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট নেন। ভিক্টর নিয়াউচি ও ওয়েসলি মাধেভেরে শিকার করেন ২টি করে উইকেট।

প্রথম দিনেই শেষ হওয়া ব্যাটিং ইনিংসে এমন দুর্বল পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এখন দেখার বিষয়, বোলাররা ম্যাচে কীভাবে প্রতিদান দেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন