২৩ অক্টোবর ২০২৫

চারুকলা ইনস্টিটিউটকে ফেরাতে চবি শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে ঘোষিত সময় অনুযায়ী মূল ক্যাম্পাসে স্থানান্তর না করায় অবস্থান কর্মসূচি ও অনশন করে ইনস্টিটিউটের নয়জন শিক্ষার্থী।  সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বঘোষিত সময় অনুযায়ী (১ এপ্রিল ২০২৫) চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে না এনে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নয়জন শিক্ষার্থী স্বেচ্ছায় আমরণ অনশনে বসেছেন। তাদের মৃত্যু বা কোনো ক্ষয়ক্ষতির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা কর্তৃপক্ষকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১২ ডিসেম্বর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দেন। পরবর্তীতে ১৭ ডিসেম্বর শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরে স্থানান্তর করা হয়। এরপর থেকেই মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ২০২৩ সালের ২ নভেম্বর ২২ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। টানা ৮২ দিনের আন্দোলনের পর ২০২৪ সালের ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও, সাতদিনের আল্টিমেটাম শেষে ৩১ জানুয়ারি ফের আন্দোলনে নামেন। এরইমধ্যে ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে। পরে ১০ ডিসেম্বর আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে ইনস্টিটিউট স্থানান্তরের ঘোষণা আসে।

তবে ঘোষণার সময়সীমা পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় ফের উত্তাল হয়ে উঠেছে চারুকলা শিক্ষার্থীরা।

বাংলাধারা /পুষ্পিতা/এআরই

আরও পড়ুন