২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তা একযোগে বদলি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলিকৃতদের মধ্যে রয়েছেন বিদ্যালয় পরিদর্শক, সহকারী সচিব ও হিসাব শাখার তিনজন কর্মকর্তা।

রবিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন -বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলিকে বদলি করা হয়েছে দিনাজপুর সরকারি কলেজে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাকলিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আবুল কাশেম। উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইন যাচ্ছেন কুড়িগ্রাম সরকারি কলেজে। হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্ত বদলি হচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ি সরকারি কলেজে। তার স্থলে দায়িত্ব নেবেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক মো. ওয়াসিম হাসান। উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসার যাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে। সহকারী সচিব (১) সম্পাতা তালুকদার বদলি হয়েছেন গাইবান্ধা সরকারি কলেজে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে, সংশ্লিষ্ট কর্মকর্তারা সেদিন অপরাহ্ন থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

উল্লেখযোগ্য যে, এর আগেও ২০২২ সালের ৪ আগস্ট চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছিল।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন