২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সরকারি কাজে বাধা , বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

চট্টগ্রামের আনোয়ারায় পারকী সমুদ্র সৈকত সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের মালামাল সরবরাহ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের সংঘর্ষের ঘটনায় অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও পুলিশের উপর হামলা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

সোমবার (২১) এপ্রিল রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বারশত ইউনিয়নের দুধকমুড়া গ্রামের নুরুল আবছার(৫৫),বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের আবুল কালাম আজাদ (৫৩),সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আনিসুর রহমান আরফাত (২৬),হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মো. শফিউল আলম (২৬) ,পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ এরফান (৩১), বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মো. কাশেম (৪৫) ও হাইলধর ইউনিয়নের তেকোঠা গ্রামের মোস্তাক আহমেদ।

গ্রেপ্তারকৃতরা সংঘর্ষে জড়িত থাকা দু’গ্রুপের লোকজন বলে নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার রায়পুর ইউনিয়নের পারকি সমুদ্র সৈকত সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্পে মালামাল সরবরাহ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিইউএফএল বাজারে ও একই দিন মধ্য রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এতে তিন পুলিশসহ আহত হয় অন্তত ১৫ জন। এ সময় দুটি বাইক দুটি প্রাইভেট গাড়িসহ পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষাপটে এবং সম্ভাব্য অনাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।গত রাতে বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও পুলিশের উপর হামলা মামলায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্জু/এআরই/বাংলাধারা

আরও পড়ুন