চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আবদুল জব্বারের বলীখেলা’র ১১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার, ২৫ এপ্রিল। লালদীঘি মাঠে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা, যার সূচনা হবে বৃহস্পতিবার।
তবে এবার ব্যতিক্রম হিসেবে, নিরাপত্তার স্বার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে কোনো মেলার স্টল বসবে না—এমনটি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
মূল অনুষ্ঠানে বলীখেলার উদ্বোধন করবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার, চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব শওকত আনোয়ার বাদল। উপস্থিত ছিলেন প্রধান বিচারক হাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, এবং গ্রামীণফোনের রিজিওনাল হেড মোহাম্মদ মোরশেদ আহমেদ।
লিখিত বক্তব্যে আয়োজকরা জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি আবদুল জব্বার সওদাগরকে কেন্দ্র করে গবেষণা, লালদীঘির নামকরণ, বলীখেলা একাডেমি প্রতিষ্ঠা এবং স্বাধীনতা পুরস্কার ও ইউনেস্কো স্বীকৃতির লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, এই ঐতিহ্যবাহী আয়োজনে পৃষ্ঠপোষক হতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও স্থানীয় সংস্কৃতির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এআরই/বাংলাধারা