২৩ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার উপকূলীয় এলাকা উত্তর সরল নতুন বাজারে।

আহতদের মধ্যে আছেন– মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫)। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত হয় তখন, যখন উত্তর সরল এলাকার লবণ মাঠ থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাড়ি ফেরার পথে নতুন বাজার এলাকায় আমানুল্লাহ ও কবিরের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের অনুসারীরা তাকে উদ্ধারে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন আহতরা।

স্থানীয়রা জানান, লবণের মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবারের এই সহিংসতা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি গুলিও ছোঁড়া হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “লবণের মাঠ নিয়ে আগেও বিরোধ ছিল। আজ তা থেকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ইট-পাটকেল ছোঁড়ার পাশাপাশি গুলির ঘটনাও ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় অবস্থান করছেন।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন