২৩ অক্টোবর ২০২৫

আপাতত বন্ধ হচ্ছে না সন্দ্বীপ রুটে ফেরি চলাচল

সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে ফেরি বন্ধের ঘোষণা দিলেও জনসাধারণের প্রতিক্রিয়ার পর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্ট দপ্তর।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ থেকে ফেরি বন্ধের বিষয়ে আমাকে জানানো হয়েছিল। তবে এখন জানানো হয়েছে, ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।”

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে জানান, ফেরি বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ বলেন, “যতদিন ফেরি চলাচলের উপযোগিতা থাকবে, ততদিন এটি চালু থাকবে। এক সপ্তাহের মধ্যে রুটটিতে সি-ট্রাক চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।”

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের কর্মকর্তারা জানান, ফেরি ‘কপোতাক্ষ’কে চাঁদপুরে সরিয়ে নিতে এবং জুনে সি-ট্রাক চালুর পরিকল্পনা ছিল। তবে জনমত ও আন্দোলনের কারণে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তাছড়া ঘাটে ফেরি চালু হয়। এটি সন্দ্বীপবাসীর জন্য দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবং দ্বীপাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নতুন গতি নিয়ে আসে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন