২৩ অক্টোবর ২০২৫

রাঙ্গামাটিতে মারমা তরুনী ধর্ষণে মূল হোতা গ্রেফতার

রাঙ্গামাটির কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। জানা যায় দীর্ঘদিন পলাতক ছিলো ফাহিম।

গ্রেফতারকৃত ফাহিম কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের বাসিন্দা। ফাহিম উপজেলার কলমপতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও এক নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফাহিম ওই তরুণীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন। পরে ১৩ এপ্রিল আবার বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ফাহিম। এরপর ১৬ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ফাহিম ও রিমন চাকমা ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।”

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিমকে গ্রেফতার করতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। আজ বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসুল এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা ইতোমধ্যে আসামীকে কাউখালি থানায় নিয়ে যাচ্ছি।পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই ধর্ষণের ঘটনায় গত ২১ এপ্রিল রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় “কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমা”-র সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ।

এএস/বাংলাধারা

আরও পড়ুন