২৩ অক্টোবর ২০২৫

বেতবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, “চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চেয়ারম্যানপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”

আরও পড়ুন