ছাত্র জনতার আন্দোলনের জোয়ারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের ঐতিহাসিক এম এ আজিজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নাম ঘোষণা করা হয়। এখন থেকে স্টেডিয়ামটি পরিচিত হবে জেলা স্টেডিয়াম চট্টগ্রাম নামে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
চট্টগ্রামের সবচেয়ে পুরনো স্টেডিয়ামটি ১৯৫৫ সালের জানুয়ারিতে নিয়াজ স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করেছিল। স্বাধীনতার পর এর নামকরণ হয় চট্টগ্রাম স্টেডিয়াম। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার এসে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে এম এ আজিজ স্টেডিয়াম রাখে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে, ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম আবারও ফিরে গেল তার আগের পরিচয়ে।
চট্টগ্রাম স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এখানেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায়। ফুটবল ও ক্রিকেট উভয় ক্ষেত্রেই বহু আন্তর্জাতিক আসর বসেছে এই মাঠে। যেমন- এএফসি চ্যালেঞ্জ কাপ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ, বিপিএল, পিসিএলসহ বিভিন্ন টেস্ট ও ওয়ানডে ম্যাচ।
বিশ্বের ৮২তম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃত এই স্টেডিয়াম চট্টগ্রামের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বহুমুখী ব্যবহারের জন্য পরিচিত মাঠটি সময়ের সাথে সাথে পরিণত হয়েছে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে।
নতুন নামকরণের মাধ্যমে স্টেডিয়ামটি আবার ফিরে পেল নিজের শিকড়ের ছোঁয়া চট্টগ্রাম স্টেডিয়াম নামে।
এআরই/বাংলাধারা