কালো গাউন, মাথায় টুপি আর হাতে সনদপত্র—এই দৃশ্য প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্বপ্ন। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই স্বপ্ন বাস্তব হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তা হয়ে উঠেছিল এক দূরাশা। এবার সেই স্বপ্ন পূরণে নতুন আশা জাগিয়েছে চবি প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ২২ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও চবির সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
সমাবর্তন সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠন করা হয়েছে ১৯টি উপকমিটি। মূল অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, যেখানে ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। এই আয়োজনে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ এসেছে শিক্ষার্থীদের নিবন্ধন ফি থেকে, বাকি অর্থ যোগান দেবে ইউজিসি ও স্পন্সররা।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সমাবর্তনের মাধ্যমে সনদ হাতে ঘরে ফেরা প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন। কিন্তু ৫৮ বছরের ইতিহাসে মাত্র চারবার সমাবর্তন হয়েছে। তাই দায়িত্ব নেওয়ার পরই আমরা পঞ্চম সমাবর্তন আয়োজনের কাজ শুরু করি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারি।”
পিএন/এআরই/বাংলাধারা