২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের মুসলিম নিপিড়ন,ওয়াকফ বিল বাতিল, নারী সংস্কার কমিশন বাতিলের বিরুদ্ধে শুক্রবার (২৫) এপ্রিল বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলার কালাবিবির দীঘির মোড় টানেল চত্বরে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়ব বিন হালিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আমির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী।

এসময় সমাবেশে বক্তারা বলেন,ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা প্রস্তুত রয়েছে।অতীতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের আলেম ওলামা এবং ছাত্র-জনতা অনেক ভূমিকা রেখেছে। ভারতের মুসলিমদের হত্যা বন্ধ,ওয়াকফ বিল বাতিল,নারী সংস্কার কমিশন বাতিল করার আহবান জানান। পাশাপাশি বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কট এবং ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহের অনুরোধ জানান।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ এজাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান,মাওলানা তৈয়ব,সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক,,মাওলানা ইরফানুল হক বিন হালিম,প্রচার সম্পাদক,মাওলানা আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন তালুকদার,আবরার নেওয়াজ সালেহ, মোকাদ্দস হোসাইন তোরাবী,জাহাঙ্গীর আলম,সহ ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মোমিন প্রমুখ।

এমএম/এআরই/বাংলাধারা

আরও পড়ুন