ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার বাইরে মালবাহী ফ্লাইট পরিচালনা শুরু করেছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
রবিবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টায় এ কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।
অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, “সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। ফ্যাসিস্ট সরকারের অনেক দায় আমাদের নিতে হচ্ছে। তবে তাদের পতনের পর আমাদের সক্ষমতা বেড়েছে।”
এর আগে, গত ৮ এপ্রিল ভারত কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের পণ্য পরিবহনের জন্য তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এরপর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এই পরিস্থিতিকে ‘সুযোগ’ হিসেবে উল্লেখ করে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আপগ্রেড করার আহ্বান জানান।
সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর ফলে ইউরোপে পণ্য পরিবহনের খরচ ১৩ শতাংশ কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ উদ্যোগ দেশের রপ্তানি বান্ধব পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করলো।