চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০) ও মো. সালাউদ্দিন (২৫)।
পুলিশ জানিয়েছে, গত ২৩ এপ্রিল কাপ্তাই রাস্তার মাথা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গ্যারেজে অভিযান চালানো হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর প্রতিবাদে রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনাবাহিনীও মাঠে নামে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সর্বশেষ ৫ জনসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায় মো. হাসমত আলী (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইছহাক মেম্বারের বাড়ির মৃত ইসহাক মেম্বারের ছেলে হলেও বর্তমানে নগরের উত্তর নালাপাড়া এলাকায় বসবাস করছেন।
এআরই/বাংলাধারা