বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সিরিজ শুরু থেকেই দর্শক খরায় ভুগছে। দর্শক সংখ্যা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।”
তবে এজন্য শিক্ষার্থীদের জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পরতে হবে এবং বৈধ স্কুল আইডি কার্ড সঙ্গে আনতে হবে।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে পরাজিত হয়। সেই ম্যাচে চারদিনের মধ্যে কোনোদিনই উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায়নি। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেও, যেখানে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে।
বিসিবির এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে বলে জানা গেছে।
এআরই/বাংলাধারা