চট্টগ্রামের রেডিসন ব্লু মেজবান হলে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হলো “পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগ অবহিতকরণ” বিষয়ক কর্মশালা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। কর্মশালায় চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও অংশ নেন।
কর্মশালায় বক্তারা দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পিপিপি মডেলের সম্ভাব্য প্রকল্পগুলোর দিক নির্দেশনা তুলে ধরেন।
জেলা প্রশাসক ফরিদা খানম তাঁর বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলে পিপিপি মডেলের মাধ্যমে স্মার্ট নগর ব্যবস্থাপনা, পর্যটন অবকাঠামো উন্নয়ন (সন্দ্বীপ ও পতেঙ্গা), উন্নত লজিস্টিক ও ট্রান্সপোর্ট হাব, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং সবুজ ও টেকসই নগর উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসব খাতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। ব্যবসায়ীরা যাতে নির্ভারভাবে পিপিপি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন, জেলা প্রশাসন সবসময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”