২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারা কেইপিজেডে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ বৃহস্পতিবার (১লা মে) সকালে পাহাড় ধসের ঘটনায় দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়ে আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নের আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ রোহান এবং ইমরান হোসেনের পুত্র মোহাম্মদ মিসবাহ।এতে আহতরা হলেন,একই এলাকার মোস্তাক মিয়ার পুত্র মোহাম্মদ সিয়াম ও আবুল কাশেমের পুত্র মোহাম্মদ সিফাত ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধরাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার সকালে তারা খেলতে গিয়ে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপায় পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটসার বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি।এবং সেখানে পরিদর্শনের জন্য কেইপিজেড থেকে লোক পাঠিয়েছি।ওইদিকে আমাদের কোনো স্থাপনা নেই এবং সেই পাহাড়গুলো পরিত্যক্ত হওয়াতে পাহাড়ের টিলাগুলোর নিচে শিঁয়ালের গর্ত এবং বিভিন্ন পাখির বাসা থাকায় ওখানে তারা পাখি শিখার করতে গিয়ে মাটির চাপা পড়ে।

এমএম/এআরই/বাংলাধারা

আরও পড়ুন