২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে ঢাকামুখি লাইনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকামুখি লাইনে মালবাহী একটি ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি বগির কন্টেইনার বাঁকা হয়ে গেছে। বৃহস্পতিবার (১ মে) ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় শেষ খবর পাওয়া (বিকাল সাড়ে ৪টা) পর্যন্ত ঢাকামুখি লাইনে ত্রুটি থাকায় চট্টগ্রামমুখি এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

কুমিরা স্টেশন সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি কন্টেইনার বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু বাঁশবাডিয়া ইউনিয়নের মাপপুকুর এলাকায় অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে একটি বগি থেকে কনটেইনার নিচে পড়ে যায় আর দুটি বগি বাঁকা হয়ে থাকতে দেখা যায়। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলেও দুর্ঘটনার পর থেকে ঢাকামুখি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামমুখি লাইন দিয়ে উভয়দিকের ট্রেন চলাচল করছে।

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি কন্টেইনার মাটিতে পড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ঢাকামুখি লাইন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগির ঢাকা মুখে লাইনে চলাচল করবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন