চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার পারকি সমুদ্র সৈকতের মোহনা পার্কে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হাছান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দীন জাহেদ, সদস্য বদরুল হক চৌধুরী, বিএনপি নেতা কাজী মো. নুরুল ইসলাম, মঈনুদ্দিন চৌধুরী খোকন, ফরিদ উদ্দিন, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, যুবদল নেতা মো. আলী, ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা মো. আমিন, সাবেক ছাত্রদল নেতা জালাল উদ্দিন, জাসাস নেতা আশরাফ হোসেন, ছাত্রদল নেতা আবু শামা, যুবদল নেতা আবু সৈয়দ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেকুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হাকিম, আনোয়ার হোসেন প্রমুখ।













