আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (২ মে) দুপুরে নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত একজন ব্যক্তিকে জামিন দেওয়ার মাধ্যমে রাষ্ট্রবিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে উৎসাহিত করা হয়েছে।”
বক্তারা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তার ফাঁসি দাবি করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালতের বাইরের রঙ্গম সিনেমা হলের গলিতে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এই ঘটনার পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন
এআরই/বাংলাধারা













