চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন কালু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন কালু কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার বাসিন্দা এবং শামসুল আলমের ছেলে। পেশায় তিনি বিয়ের সাজসজ্জার কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিন কালুর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এআরই/বাংলাধারা