২৪ অক্টোবর ২০২৫

নারী কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকালে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ইতোমধ্যে হেফাজতের শীর্ষ নেতারাও সমাবেশস্থলে পৌঁছেছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এছাড়া হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য আলেমরা এতে বক্তব্য রাখছেন। দুপুর ১টা পর্যন্ত এ মহাসমাবেশ চলবে বলে জানানো হয়েছে।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ, দোয়েল চত্বর, টিএসসি, রমনা, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বাস-ট্রাকে করে অংশ নিচ্ছেন হাজারো মানুষ।

হেফাজতের পক্ষ থেকে সাধারণ জনগণ ও সব পেশাজীবীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হেফাজতের চার দফা দাবি:

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সব ‘গণহত্যার’ বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর সরকারি উদ্যোগ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন