বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নেতৃত্বাধীন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১০ মে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশকে সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩ মে) চট্টগ্রাম শহরের নসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী।
সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, মমিন উদ্দিন রাসেল, মামুন উদ্দিন, গিয়াস উদ্দিন, ইফতেখার উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক আহাদ উল্লাহ, জাবেদ হোসেন, সহসাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, শাহাদাত হোসেন রকি, সেলিম উদ্দিন, শরিফুল পলাশসহ আরও অনেকে।
এছাড়াও রাউজান, মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল বলেন, “স্বৈরাচার বিদায় নিলেও এখনো জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রদল জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকবে।”
জেলা সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর বারবার আস্থা রেখেছেন। আগামী ১০ মে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করে আমরা সেই আস্থার প্রতিদান দেবো।”
উল্লেখ্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সারাদেশে চারটি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে, যার প্রথমটি চট্টগ্রামে ১০ মে আয়োজিত হচ্ছে।
এআরই/বাংলাধারা













