চট্টগ্রামে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন – চট্টগ্রাম’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ মে) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘আজকের পত্রিকা’র সাংবাদিক আবদুল কাইয়ুম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর রিপোর্টার আশিক আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রস্তাবনার দায়িত্ব পালন করবে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।
আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, “চট্টগ্রামের মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অধিকার আদায়ে এই প্ল্যাটফর্মকে আমরা শক্তিশালী করে তুলব।”
সদস্য সচিব আশিক আরেফিন জানান, “আমরা একটি স্বচ্ছ, গতিশীল এবং কল্যাণমুখী সংগঠন গঠনে কাজ করব। সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ছাত্র আন্দোলনে মাল্টিমিডিয়া রিপোর্টারদের সাহসিকতা ও মাঠপর্যায়ের সক্রিয়তা গণমাধ্যমে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ভিডিও প্রতিবেদন, লাইভ সম্প্রচার ও নাগরিক কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা নতুন ধারা সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, একজন মাল্টিমিডিয়া রিপোর্টার একাধারে লেখক, চিত্রগ্রাহক, ভিডিওগ্রাফার ও শব্দ সংগ্রাহক হিসেবে কাজ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদকে তাৎক্ষণিক ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করাই তাদের মূল দায়িত্ব।
সংশ্লিষ্টরা আশাবাদী, এই নতুন কমিটির নেতৃত্বে চট্টগ্রামে মাল্টিমিডিয়া সাংবাদিকতা আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
এআরই/বাংলাধারা