৫ নভেম্বর ২০২৫

সুন্নী নেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ 

চট্টগ্রামে পুলিশ-ছাত্রসেনা ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

চট্টগ্রামে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ডাকে আয়োজিত সড়ক অবরোধ কর্মসূচিতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সকালে নগরীর মুরাদপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সকাল ৯টা ২০ মিনিট থেকে প্রায় ২০০ জন সুন্নি জনতা মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ শুরু করেন। পুলিশ প্রথমে আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরাতে চাইলেও তারা অনড় থাকেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। পুলিশ অন্তত ১০ জনকে থেকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের প্রতিহত করতে ‘স্থানীয়’ পরিচয়ে কিছু যুবক লাঠিসোটা হাতে সড়কে নেমে আসেন। তারা প্রতিবাদকারীদের ধাওয়া করে এবং সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

একজন অবরোধকারী অভিযোগ করেন, “একজন মাওলানা হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ সমন্বয়কের হাত ভাঙলেই সঙ্গে সঙ্গে হামলাকারীদের ধরা হয়। পুলিশ আজও আগের মতোই পক্ষপাতদুষ্ট।”

পাচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, “ঘণ্টাখানেক বোঝানোর পরও অবরোধকারীরা সড়ক ছাড়েনি। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পুলিশ সবসময় প্রস্তুত।”

একই ইস্যুতে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকাতেও সকাল ১০টার দিকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেন সুন্নি জনতা। এ সময় পুলিশের বাধা সত্ত্বেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হক বলেন, “ওনারা খুবই শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন। আমাদের অনুরোধে তারা ৩০-৪০ মিনিটের মধ্যে সরে যান।”

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাওলানা রইস উদ্দিন কাদেরীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন ভোরে কারাগারে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সারাদেশে সুন্নি মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত প্রতিবাদ কর্মসূচি দিয়ে আসছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ