২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ ক্রিকেটার তামিম ইকবাল

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। এতে চমক হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হওয়া এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিকেলের আগেই সমাবেশস্থলে উপচে পড়া ভিড় জমে ওঠে। দুপুর ১২টার দিক থেকে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের ১১ জেলার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মাঠে আসতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

নোয়াখালী জেলা যুবদলের কর্মী মুরাদ আহমেদ বলেন, “আমরা তারেক রহমানকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই দলের দিকনির্দেশনা জানতে এসেছি।”

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম।

সমাবেশের আগের দিন শুক্রবার, চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন