চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের জৌলুশে ফেরাতে রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
তামিম বলেন, “আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গন আবার আগের জায়গায় ফিরে যাক।”
তিনি আরও বলেন, “আপনারা যদি মনে করেন, কারো জন্য আমি খেলতে পারিনি—তবে সেটা ক্রীড়াবিদের ভাষা নয়। বরং একজন ক্রীড়াবিদ হিসেবে বলতে হবে, হয়তো আমার কোনো ভুল ছিল, সে কারণে দলে ছিলাম না।”
তামিম জানান, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অগ্রগতি নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল, ইসরাফিল খসরু ও হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে তার নিয়মিত আলোচনা হয়। তিনি বিশ্বাস করেন, “উনারা যখন সুযোগ পাবেন, তখন চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে নিশ্চয়ই কাজ করবেন।”
সমাবেশস্থলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এআরই/বাংলাধারা