দীর্ঘ এক দশক পেরিয়ে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফিরছে সেই বহু প্রতীক্ষিত দিন—সমাবর্তন। বুধবার(১৪ মে )অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই রঙে, আলোয় ও প্রাণের স্পর্শে বদলে গেছে পুরো ক্যাম্পাসের চেহারা।
প্রশাসনিক ভবন থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবন, আবাসিক হল কিংবা মূল ফটক—সবকিছুতেই ছুঁয়ে গেছে সাজসজ্জার পরশ। জ্বলজ্বলে লাল, নীল আর সবুজ বাতির ঝলকে সন্ধ্যার পর ক্যাম্পাস যেন হয়ে উঠেছে আলোয় মোড়ানো এক স্বপ্নলোক।
শুধু আলোকসজ্জা নয়, প্রস্তুতি চলেছে খুঁটিনাটি জায়গাতেও।দেয়ালে রঙের ছোঁয়া, ক্লিনিং কার্যক্রম, সৌন্দর্য বর্ধনের নানা উদ্যোগ। জারুল, সোনালু আর কৃষ্ণচূড়ার রঙিন পুষ্পবৃষ্টি যেন এই আয়োজনে যুক্ত করেছে প্রকৃতির পক্ষ থেকেও এক অনন্য সম্মান।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। এ ছাড়া ২২ জন গবেষক পিএইচডি ও ১৭ জন এমফিল ডিগ্রি পাচ্ছেন। প্রত্যেক স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী পাবেন উপাচার্যের স্বাক্ষরিত মূল সনদ।
সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাউন বিতরণ, আমন্ত্রণপত্র প্রদান, অতিথিদের অভ্যর্থনা ইত্যাদি বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
এআরই/বাংলাধারা