ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে আগুনে ঘী ঢালা মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে পরিপূর্ণ জঘন্য দেশ’ বলে উল্লেখ করেন তিনি এবং দাবি জানান দেশটিকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার।
কঙ্গনা লেখেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ. এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’
সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বলিউডের একাধিক অভিনেতা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সোচ্চার হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন অক্ষয় কুমার, সানি দেওলসহ অনেকে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানি তারকা মাহিরা খান ও ফাওয়াদ খান ভারতের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে বিনোদনজগতের দুই দেশের মধ্যে শুরু হয়েছে একপ্রকার ‘শীতল যুদ্ধ’।
এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মির প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, ‘জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।’