২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নৈশ প্রহরী মো. হাসান (৪৫) এবং ট্রাক চালকের সহকারী মো. সৈকত (২৬)।

রোববার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখী একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মো. হাসান।

অন্যদিকে, শনিবার (১০ মে) রাতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আরেকটি দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকের সহকারী মো. সৈকত প্রাণ হারান। ঢাকামুখী একটি কাভার্ডভ্যান সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়েন এবং নিজ কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন