২৩ অক্টোবর ২০২৫

পটিয়া ও বোয়ালখালীতে অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে

শনিবার (১০ মে) দিবাগত রাতে বোয়ালখালীর শাকপুরা এবং পটিয়ার আলোছায়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও মো. বছিরুল হক শাহীন (২৩) নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং শাহীন সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শাকপুরা মিলিটারিপুল এলাকায় চেকপোস্টে রাত দেড়টার দিকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশির সময় সন্দেহভাজনদের আটক করা হয়। সাব্বিরের মোবাইল ফোনে একনলা বন্দুকের ছবি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অপর যাত্রী শাহীন জানায়, বন্দুকটি বিক্রির জন্য ছবি তোলা হয়েছিল।

তাদের দেওয়া তথ্যমতে পটিয়া পৌরসভার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, তিনটি লেডবল গুলি, চারটি পিস্তলের গুলি, একটি লোহার পাত, দুটি চাকু এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন