চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে দুটি একনলা দেশীয় বন্দুক ও একটি এলজি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে এসব অস্ত্র চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানা গেটের সামনে পেকুয়া-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের মৃত ফজলুল করিম চৌধুরীর ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার মিজ্জরি বাড়ির আহম্মদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (৪১)।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, সাখাওয়াতের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়, যেগুলোর লোহা ও কাঠের অংশ আলাদা করা ছিল। অন্যদিকে ইলিয়াসের হাতে থাকা বাজারের ব্যাগে একটি এলজি অস্ত্র পাওয়া যায়, সেটিও আলাদা অবস্থায় ছিল।
পুলিশ জানায়, অস্ত্রগুলো পেকুয়া এলাকা থেকে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এআরই/বাংলাধারা