২৩ অক্টোবর ২০২৫

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম বর্ষপূর্তি অনুষ্ঠিত

প্রবাসের মাটিতে মিরসরাইবাসীর প্রাণপ্রিয় সংগঠন মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটি ২০২৫ ও ২০২৬-এর অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেজবানের আয়োজন হয়।

শনিবার (১০ মে) আজমানে জমকালো এই অনুষ্ঠানে সমিতির সভাপতি মোরশেদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, নুরুল আজিম, মোহাম্মদ সাইয়েদুল হক ভূঁইয়া, উপদেষ্টা হাজী আবু তাহের, কামাল ভূঁইয়া, নুর উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন ভূঁইয়া, নূর মোহাম্মদ ভূঁইয়া, নিজাম উদ্দিন সোহেল, মোশারফ হোসেন, মো. মহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মোহাম্মদ দাউদ, মাহাতি ফারুক, শেখ রাসেল সুজন, সংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী কানন, মো. সাইফুল ইসলাম খান, প্রচার সম্পাদক সোরভ মাজেদ ভূঁইয়া, নাজিমুল হক ফরহাদ, তারিকুল ইসলাম ইমন, নাঈম রাব্বি সহ ৮০০-এর অধিক প্রবাসী একত্রিত হয়ে পুরো অনুষ্ঠান মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও রাইফেল ড্র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আরও পড়ুন