প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে দেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘদিনের অপেক্ষা শেষে মঙ্গলবার (১৩ মে) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনই সুখবর দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
তিনি লেখেন, “আগামীকাল(১৪ মে) বিকেল ৫ টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ফার্স্ট লুক।” এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় উত্তেজনার ঝড়। ভক্তদের হাজারো মন্তব্যে স্পষ্ট—প্রিয় চরিত্রগুলোকে আবার পর্দায় দেখতে উদগ্রীব দর্শকরা।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম চারটি সিজন দর্শকনন্দিত হয়েছে ব্যাপকভাবে। হাস্যরস, বন্ধুত্ব, ভালোবাসা আর বাস্তব জীবনের নানা টানাপোড়েন—সব মিলিয়ে নাটকটি হয়ে ওঠে তরুণ প্রজন্মের এক প্রতিচ্ছবি। ২০২২ সালের শেষ দিকে চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। এরপর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন ,কবে আসবে নতুন সিজন?
নতুন সিজনের ঘোষণা দিয়ে নির্মাতা যেনো নতুন করে প্রাণ ফিরিয়ে দিলেন দর্শকদের আগ্রহে। একসময় পাড়া-মহল্লা থেকে ক্যাম্পাস সবখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে চলত আলোচনা। নাটকটি শুধু বিনোদন নয়, হয়ে উঠেছিল এক সামাজিক সংলাপ।
এবার দেখার পালা, সিজন ৫-এ কী নতুন চমক অপেক্ষা করছে ‘শুভ’, ‘কাবিলা’, ‘হাবিব’ কিংবা ‘নির্মল’-এর জীবনে!
এআরই/বাংলাধারা