২৩ অক্টোবর ২০২৫

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, বন্দুক-গুলি উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে এবং শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন