আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকার পর অবশেষে চলতি আসরের মাঝপথে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে মুস্তাফিজকে নিয়েছে দিল্লি। নিয়ম অনুযায়ী, শুধুমাত্র চলতি আসরের বাকি অংশেই খেলানো যাবে তাকে; পরবর্তী আসরের জন্য ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে আইপিএলে সাতটি মৌসুমে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ওই আসরে ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে জেতেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার—যা একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এখনো অনন্য কীর্তি।
স্থগিত হওয়া এবারের আইপিএল আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি।