২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে ‘দৃষ্টান্ত’ স্থাপন করবে: ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য আন্তরিক ও বাস্তবমুখী উদ্যোগের ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা কেবল একটি নগর সমস্যাই নয়, এটি একটি প্রতীকী সংকট—যার সফল সমাধান দেশের অন্য শহরগুলোকেও অনুপ্রাণিত করবে। এজন্য চট্টগ্রামকে হতে হবে একটি দৃষ্টান্ত।”

বুধবার (১৪ মে) দুপুরে নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “আমরা অনেক থিওরি আলোচনা করেছি, এখন সময় বাস্তব পরিবর্তনের। জলাবদ্ধতা থেকে এক লাফে মুক্তি সম্ভব নয়, কিন্তু ক্রমান্বয়ে উন্নয়ন ঘটানো সম্ভব। এবারের বর্ষা মৌসুমে শতভাগ সমাধান নাও হতে পারে, তবে চোখে পড়ার মতো অগ্রগতি না হলে অতীতের সব চেষ্টা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রতিটি সংস্থার দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

ড. ইউনূস বলেন, “চট্টগ্রামের যে সক্ষমতা আছে, তা দেশের অনেক শহরের নেই। এখন দরকার এই সক্ষমতার সঠিক ব্যবহার।”

সভায় আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার,স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম,মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম,প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী,বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)–র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন,এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এছাড়া, সরকারি বিভিন্ন দপ্তর, সিটি করপোরেশন, সিডিএ, পানিবিভাগ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন