২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীর চাপে বিষয়ে এক প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, “আমি চমেক হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানে ২২০০ রোগীর ধারণক্ষমতার বিপরীতে প্রায় ৫ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এমনকি ব্রেইন সার্জারির রোগীদের ফ্লোরে, এমনকি টয়লেটের পাশেও শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।”

তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে রাঙামাটি, কাপ্তাই ও আশেপাশের এলাকার মানুষ হাটহাজারী হাসপাতাল থেকে এবং পটিয়া, সাতকানিয়া ও চন্দনাইশ এলাকার মানুষ কর্ণফুলী হাসপাতাল থেকে সেবা নিতে পারবেন।”

এর আগে গত ২৬ এপ্রিল সকালে হাটহাজারী উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় সম্ভাব্য হাসপাতাল নির্মাণ স্থান পরিদর্শন করেন নূরজাহান বেগম।

তারও আগে, ১৬ মার্চ তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে কর্ণফুলী হাসপাতালে জন্য প্রস্তাবিত স্থানে যান।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন