২৩ অক্টোবর ২০২৫

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড: উপাচার্যের পদত্যাগ ও সরকার পতনের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলেছে, ভবিষ্যতে তাদের কোনো নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে তারা। একইসঙ্গে ঢাবির উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

বুধবার (১৪ মে) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনার পর পুলিশের অভিযানে রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে তামিম, মল্লিক ও পলাশ নামে তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা মাদকসেবনের উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখানে থাকতেন।

বুধবার যোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন ঘুরে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও ক্যাম্পাস নেতারা বক্তব্য রাখেন।

উপাচার্য ও প্রক্টরের নীরবতার সমালোচনা ও সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, “সাম্য হত্যার পর উপাচার্য ও প্রক্টরের পক্ষ থেকে এখনো কোনো দায়িত্বশীল বক্তব্য আসেনি। সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবীদের নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। প্রশাসনের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “ছাত্রসমাজের মধ্য থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি উঠেছে। আমরা আশা করি, তাঁরা তা শুনে পদত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলবে।”

রাকিব বলেন, “সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। ভবিষ্যতে যদি দেশের কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মী আক্রান্ত হয় এবং সরকার ব্যবস্থা না নেয়, তাহলে ছাত্রদল রাজপথে সরকার পতনের আন্দোলনে নামবে। আমরা রক্ত ভয় করি না, ছাড়ও দেবো না।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন