২৩ অক্টোবর ২০২৫

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালি–এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার বিকেলে সংগঠনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির নাম প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে মোজাম্মেল হোসেনকে সভাপতি এবং আশরাফুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন:

•সহ-সভাপতি: শেখ আবদুল সুমন, গাজী মো. ফারুক হোসেন•সহ-সাধারণ সম্পাদক: চন্দন কুমার দে (জয়)•সাংগঠনিক সম্পাদক: রিপন আহাম্মদ•অর্থ সম্পাদক: জামশেদ আলম (মামুন)•ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: কামরুল হাসান (মিঠু)•অফিস সম্পাদক: মোশাররফ হোসেন নিপুন•প্রচার সম্পাদক: তৌহিদুল ইসলাম (লাভলু)•আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম নয়ন•ধর্মীয় সম্পাদক: শাহাদাত হোসেন•মহিলা সম্পাদিকা: সাদিয়া আফরিন

উল্লেখ্য, ইতালির বারী শহরের পুলিয়া অঞ্চলে বসবাসরত মিরসরাই প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে মিরসরাই এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটি প্রবাসী সমাজের সেবামূলক কার্যক্রম, দুঃসময়ে ত্রাণ বিতরণ এবং অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।

সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন নতুন নেতৃত্ব।

আরও পড়ুন